রিফান্ড এবং রিটার্ন পলিসি

রিটার্ন পলিসিঃ

পাই গেমিং শপের ডেলিভারিকৃত কোন প্রডাক্ট ফেরত নেওয়া হয় না ।

রিফান্ড পলিসিঃ

পাই গেমিং শপে অর্ডার করার পর যে কারনে আপনি আপনার পেমেন্টকৃত টাকা ফেরত পেতে পারেন

  1. অর্ডার ডেলিভারি হয়ে গেলে রিফান্ড পাবেন না। সেটা আপনার দেওয়া ভুল ইউ আইডি/প্লেয়ার আইডি দেওয়ার পরে ডেলিভারি হয়ে গেলেও।
  2. আমাদের স্টক সমস্যার কারনে আপনি ডেলিভারি না পেলে ।
  3. আমাদের ডেলিভারি টিমের ভুলে অন্য কারো ইউ আইডিতে ডেলিভারি দিয়ে দিলে।

রিফান্ড সিস্টেমঃ

১।স্টক আউট কিংবা আমাদের ডেলিভারি টিমের ভুলের কারনে অন্য কোথাও ডেলিভারি দিয়ে দিলে আপনি আপনার পেমেন্টকৃত টাকার সম্পূর্ণ টাকা ফেরত পাবেন।

২। উপরোক্ত ১ নাম্বার কারন ছাড়া রিফান্ডের ক্ষেত্রে আপনি প্রযোজ্য হলে আমাদের সার্ভিস চার্জ হিসেবে ১৫% সর্বনিম্ন ১০ টাকা কেটে রাখি বাকি টাকা রিফান্ড করা হবে ।

উদাহরণস্বরূপঃ আপনি ৫০০ টাকার অর্ডার করে ডেলিভারি হওয়ার আগেই যদি মনে করেন টাকা ফেরত নিবেন তাহলে ১৫% হিসেবে ৭৫ টাকা কেটে রেখে ৪২৫ টাকা ফেরত পাবেন ।

If you have liked the post, please share!
Facebook
Twitter
WhatsApp

Follow us on Facebook